সাইবার প্রতারণায় নাজেহাল তারকারা

0
Array

ফেসবুকে প্রতারণার নতুন ধরনের ফাঁদ পেতেছে সাইবার জগতের দুর্বৃত্তরা। হাতিয়ে নিচ্ছে গুরুত্বপূর্ণ সব তথ্য। পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে ফেসবুক অ্যাকাউন্টও। শুধু তা-ই নয়, নানা হয়রানিও করা হচ্ছে। সাইবার জগতের দুর্বৃত্তরা এমন কৌশলে কাজটি করছে, যাতে কিছুই টের পাচ্ছেন না ভুক্তভোগীদের কেউই। এমনি প্রতারণার শিকার হচ্ছেন নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, পরিচালক থেকে শুরু করে সাধারণ মানুষজনও। বিষয়টি নিয়ে আতঙ্কিত সবাই।

এ বছর এপ্রিল মাসে দ্বিতীয়বারের মতো এ সময়ের আলোচিত নায়িকা শবনম বুবলীর আইডি হ্যাক করে ফেসবুক থেকে মুছে দেয় ওল্ড ম্যাক্সট্যান (ওল্ড মাস্তান)। সাইবার দুর্বৃত্তের দলটি ৬ জুলাই অভিনয়শিল্পী ও সঞ্চালক মিথিলার ফেসবুক অ্যাকাউন্ট আর পেজ হ্যাকড করে। সাইবার দুর্বৃত্তরা মিথিলার ফেসবুক ওয়ালে ঝুলিয়ে দেওয়া নোটিশে লিখে দেয়, ‘দিস অ্যাকাউন্ট ইজ হ্যাকড বাই ওল্ড ম্যাক্সট্যান। সিকিউরিটি দুর্বলতার কারণে হ্যাক করা হলো মিথিলা আপ্পির পেজ এবং প্রোফাইল। আশা করি, পেজ ও আইডি ফেরত নিয়ে সিকিউরিটি দেবেন। আপনারা এত বড় সেলিব্রিটিরা যদি আইডিতে সিকিউরিটি না দেন, তাহলে হেটার্সরা আপনাদের আইডি আর পেজ হ্যাক করে ব্ল্যাকমেল করতে পারে। সময় থাকতে আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট আর পেজের সিকিউরিটি দিন। আমরা দ্রুত মিথিলা আপুর ফেসবুক পেজ অ্যান্ড আইডি তাঁর সঙ্গে যোগাযোগ করে ফেরত দেব।’

মিথিলা বলেন, ‘এক দিন রাতে আমার ফেসবুক হ্যাকড হয়। আমার কাছে ই-মেইল নোটিফিকেশন আসে, কিন্তু আমি তখন ঘুমে ছিলাম। তারপর হ্যাকার দল আমার সব পাসওয়ার্ড বদলে ফেলে। আমার ভেরিফায়েড পেজ থেকে আমাকে বাদ দিয়ে দেয়। আমার প্রোফাইলে একটি বার্তা পাঠিয়ে দেয়। পরদিন সকালে আমার ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করি, কিন্তু পেজে ঢুকতে পারিনি। হ্যাকার গ্রুপ আমার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করে আমাকে পেজের অ্যাডমিন করে। কিন্তু হ্যাকার গ্রুপের একজন এখনো পেজের অ্যাডমিন হিসেবে রয়ে গেছে।’

বিষয়টি নিয়ে খুব বিরক্ত আর বিব্রত মিথিলা। তিনি বলেন, ‘আমার মনে হয়েছে, আমাকে কবজা করে ফেলা হয়েছে। নিজের ঘরে নিজের ডিভাইসেও আমরা নিরাপদ না। কোথাও আমাদের নিরাপত্তা নেই।’

জুলাই মাসের প্রথম সপ্তাহে ফেসবুক হ্যাকড হওয়ার খবরটি পাওয়া যায় চলচ্চিত্রের এ সময়ের আলোচিত নায়ক সিয়াম আহমেদের। ৯ জুলাই তিনি টের পান, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট আর তাঁর নিয়ন্ত্রণে নেই। নয় ঘণ্টা পর সেটি আবার ঠিকঠাক ফেরত দিয়েছে হ্যাকার গ্রুপ। ১০ জুলাই একই ঘটনা ঘটে দেশের চলচ্চিত্রের আরেক নায়ক আরিফিন শুভর ফেসবুক প্রোফাইল নিয়ে। শুভর ফেসবুক প্রোফাইল ওয়ালে একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় হ্যাকারদের পক্ষ থেকে। জানানো হয়, এটি হ্যাক করা হয়েছে। ‘ওল্ড ম্যাক্সট্যান’ (ওল্ড মাস্তান) নামের হ্যাকারদের দল শুভর প্রোফাইল থেকে একটি স্ট্যাটাস দিয়েছে। সেখানে লেখা, ‘সিকিউরিটি এক্সপেরিমেন্টের জন্য ওল্ড মাস্তান দ্বারা আরিফিন শুভর আইডি হ্যাক করা হয়েছে। তাঁর আইডি ইনসিকিউরড থাকায় আমরা অনেক চেষ্টা করেছি তাঁর সঙ্গে যোগাযোগ করার জন্য। তাই বাধ্য হয়ে এই পদক্ষেপ নিয়েছি। শিগগিরই তাঁর অ্যাকাউন্ট ব্যাক করে দেওয়া হবে। চিন্তা বা হয়রানির প্রয়োজন নাই।’

চিন্তিত আরিফিন শুভ বিষয়টি নিয়ে গভীর উদ্বেগের মধ্যে ছিলেন। বলেন, ‘কী যে হচ্ছে জানি না। আমার ফেসবুক প্রোফাইল হঠাৎ দেখি আমার নিয়ন্ত্রণে নেই।’ কয়েক ঘণ্টা পর ফেসবুক প্রোফাইল ফেরত পেলেও বিষয়টি নিয়ে এখনো আতঙ্কের মধ্যে আছেন শুভ। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে শুভ প্রথম আলোকে বলেন, ‘ফেসবুক নিয়ে এখনো ভয়ে আছি। এ মাধ্যমকে আর বিশ্বাস করতে পারছি না। আমার কাছের মানুষ, বন্ধু আর ভক্তরা এখন থেকে ফেসবুক ইনবক্সে আর যোগাযোগ করবেন না। কারণ, এটা বিশ্বাস করার মতো নয়। যাঁরা আমাকে সরাসরি যোগাযোগ করতে পারেন, তাঁরা তা করবেন। এখন থেকে ফেসবুক শুধু হবে আমার কাজের হাল-নাগাদ তথ্য জানানোর জায়গা। কোনো ধরনের যোগাযোগের জন্য এটি নয়।’

সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, তাহসান, মিনার রহমান, চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী, চিরকুট ব্যান্ডের শারমীন সুলতানা সুমী, পরিচালক দেবাশীষ বিশ্বাস, অনিমেষ আইচের অ্যাকাউন্টও মুক্তি পায়নি এই আক্রমণ থেকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক বি এম মইনুল হোসেন আজ প্রথম আলোকে বলেন, ‘নন টেকনিক্যাল ব্যক্তিদের জন্য আমার পরামর্শ, অপরিচিত কোনো লিংকে ক্লিক করবেন না। তা বন্ধুদের মধ্য থেকেও কেউ যদি পাঠায়, তারপরও খুলবেন না। যেকোনো অপরিচিত লিংকই ভয়ংকর। আমরা যাঁরা টেকনিক্যাল, লিংকের ব্যাপারগুলো দেখলে হয়তো বুঝতে পারি। কোনো লিংকের ব্যাপারে নিশ্চিত না হতে পারলে ফেসবুক থেকে লগ আউট করে নিলেই ভালো। শুধু তা-ই নয়, যে মিডিয়ামে (ফেসবুক, ইয়াহু, জিমেইল) লিংক পাঠানো হয়েছে, সন্দেহ হলেই সেখান থেকে লগ আউট করবেন।’

সাইবার দুর্বৃত্তের দল বিশ্বব্যাপী সক্রিয় উল্লেখ করে মইনুল হোসেন বলেন, ‘তথ্যপ্রযুক্তি বিশ্ব আসলে অনিরাপদ। হ্যাকার গ্রুপ এখন হয়তো চুপচাপ থাকবে, তাৎক্ষণিকভাবে কিছু করবে না। তাদের সুবিধামতো সময়ে তারা ঠিকই নিয়ন্ত্রণ নিয়ে নেবে। কারণ তারা তথ্য ঠিকই নিয়ে নিয়েছে। দেখা যাবে একটা সময় চাঁদা চাইবে, বিব্রত করবে। এটা পুরোপুরি অবিশ্বাসী একটা মিডিয়া। গুগল আর ফেসবুকসহ অন্যান্য জায়ান্ট প্রতিষ্ঠানগুলো যতই বলুক না কেন, তারা সিকিউরড করার চেষ্টা করবে। এটা কোনোভাবেই সম্ভব নয়। অনলাইন বিশ্ব জন্মগতভাবে অনিরাপদ। এটাকে আমি চোর-পুলিশ খেলা বলি।’বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার অপরাধ ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, ‘খুব সাধারণ কিছু তথ্য দিয়ে ফেসবুক হ্যাক করা হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায়, জন্ম তারিখ জানে, এরপর একটা ছবি সংগ্রহ করে একটা নকল আইডি কার্ড করে সাবমিট করছে। এগুলো বড় ধরনের বিষয় নয়, মামুলি ব্যাপার। কিছুদিন আগে চিত্রনায়ক আরিফিন শুভর ফেসবুক আইডি হ্যাকড হওয়ার খবরটা জানিয়েছিল। আমি বলব, যাঁদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, আগে সেগুলো সিকিউরড করা। শুধু পাসওয়ার্ড দিয়ে রাখলেই ফেসবুক অ্যাকাউন্ট সিকিউরড না। যারা এসব কর্মকাণ্ড করছে, এটা অবশ্যই অপরাধ। সে ক্ষেত্রে আমাদের কাছে এসে যদি কেউ অভিযোগ করেন, মামলা করেন—তাহলে এসব সাইবার দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।’

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat