ছেলের জন্মদিনে অপুর জমকালো আয়োজন, থাকবেন না শাকিব

0
Array

২৭ সেপ্টেম্বর সেলিব্রেটি দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান আব্রাম খান জয়ের এক বছর পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে জন্মদিন পালনের আয়োজন করেছেন অপু বিশ্বাস। জন্মদিনে ছেলেকে সাজাতে বিদেশ থেকে এনেছেন শেরওয়ানি আর দেশে বানিয়েছেন স্বর্ণের মুকুট। তবে এই জমকালো আয়োজনে থাকছেন না জয়ের বাবা শাকিব খান। যদিও অপু বিশ্বাসের বক্তব্য, সন্তানের জন্মদিনে বাবা থাকবে না কেন?

শাকিবের ঘনিষ্ঠ সূত্রের দাবি, অনুষ্ঠানে শাকিব থাকবেন না। কারণ হিসেবে জানা গেছে, জন্মদিন আয়োজনের জন্য ছাপানো দাওয়াতপত্রে অপু ও জয়ের ছবি থাকলেও কোথাও নেই শাকিব। এছাড়া দাওয়াতপত্রে জন্মদিনের আয়োজনে প্রেস কনফারেন্স রাখা হয়েছে। যা কিং খানের মোটেও পছন্দ হয়নি।এ রকম আরও বেশ কিছু বিষয়ে মতভেদ ও প্রশ্ন ওঠায় অনুষ্ঠানে শাকিব উপস্থিত থাকবেন না বলে জানা গেছে। তবে সূত্রের দাবি, ছেলের জন্মদিন আয়োজনের সব খরচ শাকিব অপুকে পাঠিয়ে দিয়েছেন।

জন্মদিন আয়োজনে মসজিদে মিলাদ মাহফিল ও তিনটি এতিমখানার শিশুদের জন্য খাবারের আয়োজনও করেছেন কিং খান। এদিকে জয়ের জন্মদিনের পোশাক হিসেবে কাতার থেকে এসেছে শেরওয়ানি। আর দেশে বানানো হয়েছে স্বর্ণের মুকুট। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে অপু বিশ্বাস জানান, ২০০৮ সালে শাকিব খানকে বিয়ে করেন তিনি। এরপর গত বছরের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয়ের জন্ম হয়।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat