জাতীয় ঈদগাহে আইয়ুব বাচ্চুর জানাজা সম্পন্ন

janaja
Array

সদ্য প্রয়াত ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা আজ শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এরপর বাদ আসর রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ শিল্পীর নিজ গ্রামের বাড়ি চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে।

কিংবদন্তি এই শিল্পীর ছেলে ও মেয়ে দেশে ফেরার পর শনিবার তার জন্মস্থান চট্টগ্রামের এনায়েত বাজার এলাকার পারিবারিক কবরস্থানে মায়ের পাশে তাকে সমাহিত করা হবে। এসময় তার তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে, শুক্রবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত দেশের সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আইয়ুব বাচ্চুর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে রাজধানীর নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন আইয়ুব বাচ্চু। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

About Author

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat