ডলার সংকট ও মূল্যস্ফীতি: বাংলাদেশ ব্যাংকের দিকে আঙ্গুল বিশ্লেষকদের
দেশে ডলার সংকট এবং উচ্চ মূল্যস্ফীতির জন্য বাংলাদেশ ব্যাংকের দুর্বল নীতিকে দায়ী করলেন অর্থনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, ব্যাংক ও আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা করা ছাড়া কোনোভাবে দেশের অর্থনীতির গতি-প্রকৃতি স্বাভাবিক হবে না। সঠিক সময়ে সময়োপোযোগী সিদ্ধান্ত নিতে না পারলে মুদ্রানীতির বাস্তবায়নও চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা।
ঘোষিত মুদ্রানীতি নিয়ে এ আলোচনার আয়োজন করে ইনস্টিটিউট অব চাটার্ড অ্যাকাউন্ট্যান্স অব বাংলাদেশ-আইসিএবি। বিশ্লেষণে উঠে আসে দেশের ডলার সংকট এবং দ্রব্যমূল্য বৃদ্ধির নানামুখী চ্যালেঞ্জ। অর্থনীতির এসব সূচককে স্বাভাবিক গতি দিতে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দিলেন বিশ্লেষকরা।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংককে যথোপোযুক্ত সিদ্ধান্ত নেয়ার তাগিদ দিলেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফেরাতে খেলাপি ঋণ কমানোর তাগিদও দেওয়া হয় এ আলোচনায়।