পণ্য রফতানিতে নগদ সহায়তা কাটছাঁটের খবরে তোলপাড়
তৈরি পোশাক ও চামড়া শিল্পসহ বিভিন্ন খাতের পণ্য রফতানিতে নগদ সহায়তা কাটছাঁটের খবরে তোলপাড় সৃষ্টি হয়েছে রফতানিকারকদের মধ্যে। রফতানি বাণিজ্যে সংকটের মাঝে কাউকে কিছু না জানিয়ে এমন সিদ্ধান্তকে আত্মঘাতী বলছেন শিল্পমালিকরা। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তকে ‘বিনা মেঘে বজ্রপাত’ হিসেবে দেখছেন পোশাক ও বস্ত্রখাতের নেতারা। তাদের শঙ্কা, নতুন সিদ্ধান্তের ফলে ২৫ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হোঁচট খাবে।
ডলার সংকট কাটাতে রফতানি বাণিজ্যে নজর দেয়া হলেও সে তুলনায় বাড়েনি রফতানি। উল্টো যুক্তরাষ্ট্র ও জার্মানিতে যাওয়া এক তৃতীয়াংশ পোশাক রফতানির বড় গন্তব্যেও প্রবৃদ্ধি কমেছে।
রফতানির এ দুঃসময়ে যখন নতুন বাজার খোঁজার দিকে নজর ব্যবসায়ীদের সে সময় এলো ৫৬ শতাংশ পণ্য রফতানির ক্ষেত্রে ১০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা কমানোর খবর।