ঢাকায় শনিবার র্যালি করবে বিএনপি
আগামীকাল শনিবার রাজধানীতে মহান বিজয় দিবসে বর্ণাঢ্য বিজয় র্যালি করবে বিএনপি। শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী জানান, মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার সকাল ৭টায় বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা ঢাকা থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দিবেন, সেখানে স্বাধীনতাযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শেরেবাংলা নগরস্থ বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
এদিন বিএনপির উদ্যোগে বেলা ১টায় বিজয় দিবসের বর্ণাঢ্য র্যালি নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মগবাজার গিয়ে শেষ হবে।