‘তামাশার নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না’
ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্টের কনভেনর ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, আমরা নির্বাচনের বিপক্ষে নই। সরকার বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে ২৮ অক্টোবরের ঘটনা ঘটিয়েছে।
তিনি বলেছেন, আইনজীবীরা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করতে পারে না। নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। তামাশার নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না।
বুধবার (১৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্টের ব্যানারে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে আয়োজিত মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আইনজীবীরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে।
নির্বাচনী প্রচারণা ব্যতীত সভা-সমাবেশ বন্ধে নির্বাচন কমিশনের নির্দেশনার তীব্র সমালোচনা করে এই আইনজীবী বলেন, এই পরিপত্র জারি করে আন্দোলন বন্ধ করা যাবে না।
অবরোধের সমর্থনে মিছিলে অংশ নেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাবেক সহ-সভাপতি জগলুল হায়দার আফ্রিক, আইনজীবী কে এম জাবির, শাহ আহমেদ বাদল, আবেদ রাজা, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল ও আইনজীবী ফেরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।