আমার কাছে ক্ষমতার চেয়ে দেশের মানুষের স্বার্থ বড় : প্রধানমন্ত্রী
যদি ক্ষমতাই বড় হতো তাহলে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের কাছে গ্যাস বিক্রি করে ক্ষমতায় আসতে পারতাম। আমার কাছে ক্ষমতার চেয়ে দেশের মানুষের স্বার্থ বড় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১২ নভেম্বর) দুপুরে নরসিংদীতে এশিয়ার অন্যতম বৃহত্তম ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে আমরা ভোট বেশি পেয়েছিলাম, জনগণের সমর্থন আমাদের ছিল। কিন্তু আমি গ্যাস বিক্রি করতে রাজি না হওয়ায় অনেকটা জোড় করেই তখন আমাদের ক্ষমতায় আসতে দেওয়া হয়নি।
সরকার প্রধান বলেন, নির্বাচনটা যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতো, তাহলে আওয়ামী লীগই সরকার গঠন করত। কিন্তু তখন আমি একটা বিরূপ পরিস্থিতির সম্মুখীন হই। সেই বিষয়টি অনেকেই জানেন না। সেই সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমার কাছে বাংলাদেশের গ্যাস বিক্রির একটি প্রস্তাব এসেছিল। কিন্তু আমি রাজি হইনি। আমি চেয়েছিলাম, আমার দেশের মানুষের জন্য এই গ্যাস ব্যবহার হবে। বিদ্যুৎপ্ল্যান্ট করব, সার কারখানা করব, দেশের মানুষের চাহিদা মেটাতে হবে এবং ৫০ বছরের রিজার্ভ রাখতে হবে। এরপর উদ্বৃত্ত যদি থাকে, সেটুকু আমরা বিক্রি করব, এর বাহিরে নয়।
গাজায় দখলদার ইসরায়েল বাহিনীর দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে চালানো হামলায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ফলে বিশ্ব নেতারা গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানালেও তা আমলে নিচ্ছে না তেল আবিব। এরই ধারাবাহিতকতায় এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের বর্বর আগ্রাসন বন্ধে পাঁচটি সুপারিশ পেশ করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই যে কোনো সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান হোক। সবার কাছে আমার আবেদন: যুদ্ধ বন্ধ করুন; অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করুন। প্রতিটি দেশ তার সার্বভৌমত্ব এবং শান্তিতে বসবাসের অধিকার ফিরে পাক। এতেই নিহিত রয়েছে মানবজাতির কল্যাণ।