বিএনপির আরও ২৮ জন গ্রেপ্তার
বিএনপি ও এর অঙ্গসংগঠনের আরও ২৮ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে আদালত ২১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকি সাতজনকে আদালত বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন।এ নিয়ে ২৮ অক্টোবর থেকে আজ পর্যন্ত ঢাকায় ২ হাজার ৫৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার বেলা তিনটা থেকে আজ বেলা তিনটা) সূত্রাপুর থানায় একজন, নিউমার্কেট থানায় একজন, পল্লবী থানায় দুজন, বাড্ডা থানার একজন, ভাটারা থানার দুজন, কামরাঙ্গীরচর থানার চারজন, ধানমন্ডি থানার একজন, যাত্রাবাড়ী থানার নয়জন, পল্টন থানার একজন, দারুসসালাম থানার চারজন এবং শেরেবাংলা নগর থানার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার নেতা–কর্মীদের মধ্যে আছেন ৬৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহদপ্তর সম্পাদক হাতেম আলী ও যুগ্ম সহসম্পাদক মো. মামুন।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর; স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী; বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর ও শামসুজ্জামান দুদু; সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স; ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক প্রমুখ।