রাজনৈতিক সংকট নিরসনের সামর্থ্য কমিশনের নেই : সিইসি
Array
বর্তমান রাজনৈতিক সংকট নিরসনের সামর্থ্য কমিশনের নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।শনিবার (৪ নভেম্বর) বিকেলে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন সিইসি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, দ্রুততার কারণে যদি কোনো দল অংশগ্রহণ না করে থাকেন, তারা ইচ্ছা পোষণ করলে কমিশন আলাপ করে তাদের কথা শোনার চেষ্টা করবে। কারণ আমরা সবার সঙ্গে মতবিনিময় করতে চাই।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে আলোচনায় বসে নির্বাচন কমিশন। এ আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ ২২টি দলের অংশগ্রহণের কথা ছিল। তবে বিএনপি ও সমমনা ৯টি দল ইসির আলোচনায় অংশগ্রহণ করেনি।