‘সরকারের সামনে ক্ষমতা ছেড়ে দেওয়া ছাড়া পথ খোলা নেই’

0
Array

জনগণের ভাষা বুঝে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

শনিবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। শুক্রবার (৩ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন ঘোষিত স্মরণকালের মহাসমাবেশ সফল করায় দলের পক্ষ থেকে দেশের সর্বস্তরের জনগণ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকতা, ব্যবসায়ী, সংগঠনের জেলা, মহানগর, থানা- পৌরসভা, ইউনিয়নসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।

বিবৃতিতে গণমাধ্যম সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গণমাধ্যম সবসময়ই দেশ ও জাতির কল্যাণে যথাযথ ভূমিকা পালন করবে এটাই দেশবাসীর প্রত্যাশা।

বিবৃতিতে পীর সাহেব চরমোনাই সরকারকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, শত প্রতিকূলতা, বাধা বিপত্তি, সরকার দলীয় নেতাকর্মী ও প্রশাসনের হুমকি-ধমকির পরও দেশবাসী যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মহাসমাবেশ সফল করে সরকারের প্রতি ম্যাসেজ দিয়েছে। সরকারের উপলব্ধি করা উচিত, বোঝা উচিত জনগণের ভাষা। ক্ষমতা থেকে সরে দাঁড়ানো ছাড়া সরকারের জন্য ভিন্ন কোনো পথ খোলা নেই।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat