অস্থিরতা দীর্ঘায়িত হলে দৈনিক ছয় হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা
দীর্ঘ প্রায় ৮ বছর পর ফের উত্তপ্ত রাজপথ। দুর্বৃত্তদের দেয়া আগুনের উত্তাপ ছড়িয়েছে রাজনীতিতে। এর জেরে আবারও ফিরেছে হরতাল, চলছে অবরোধ। হরতাল-অবরোধের মতো রাজনৈতিক দ্বন্দ্ব-সংঘাতে ভুগবে দেশের অর্থনীতি।
চরম সংকটে পড়বে ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষ। এ অস্থিরতা দীর্ঘায়িত হলে প্রতিদিন গড়ে ছয় হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে, এমন শঙ্কা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন-এফবিসিসিআই এর। অনিশ্চয়তায় উদ্বিগ অর্থনীতিবিদরাও মনে করছেন, শিগগিরই পরিস্থিতির উন্নতি না হলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে।
হরতাল শেষে একদিন বিরতির পর সারাদেশে শুরু হয় টানা ৩ দিনের সর্বাত্মক অবরোধ। এতে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। শিগগিরই পরিস্থিতির উন্নতি না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির শঙ্কা করছে এফবিসিসিআই।
অন্য উদ্যোক্তারাও বলছেন, রিজার্ভের দুর্বলতা এবং ডলার সংকটের মধ্যে এমন সংঘাত মূল্যস্ফীতি উস্কে দেয়ার পাশাপাশি টানা পোড়েন বাড়াবে।
অর্থনীতি বিশ্লেষক ড. আহসান এইচ মনসুর মনে করেন, স্বাধীনতার ৫২ বছরেও কার্যকর গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না হওয়ায় আবারও অনিশ্চয়তায় পড়েছে দেশের অর্থনীতি।
দেশে শান্তি ফেরাতে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন জরুরি মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা।