সংঘাত এড়াতে প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে পীর সাহেব চরমোনাই
সংঘাত থেকে দেশকে রক্ষায় ক্ষমতা ছেড়ে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, দেশ ভয়াবহ সংঘাতের মুখে নিপতিত। সরকারকে দেশ ও দেশের জনগণকে রক্ষায় সংঘাত থেকে বাঁচাতে ক্ষমতা থেকে সরে দাড়ানোর আহŸান জানান। পীর সাহেব চরমোনাই বলেন, তফসিল ঘোষণার পূর্বেই জাতীয় সংসদ ভেঙ্গে দিতে হবে। একতরফা নির্বাচনের পথ থেকে সরকারকে ফিরে আসতে হবে। আর একতরফা নির্বাচনের আয়োজন করা থেকে নির্বাচন কমিশনকে বিরত থাকতে হবে। একতরফা নির্বাচনের ব্যবস্থা করলে নির্বাচন কমিশন গণধিকৃত হবেন।
আজ বুধবার বিকেলে বাংলাবাজারস্থ একটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদশের কেন্দ্রীয় মজলিসে আমেলার এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল পীল সাহেব খুলনা, মাওলানা আব্দুল হক আজাদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। পীর সাহেব ২৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ২টায় মিরপুর-১ ঈদগাঁহ মাঠে বিশাল সমাবেশ সফল করার অনুরোধ জানান।