মৃত্যুর ভবিষ্যদ্বাণী করে শ্রীঘরে
প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা মারা যাবেন- এমন ভবিষ্যদ্বাণী বিফলে গেছে। তিনি তো দিব্যি বেঁচে আছেন। সেই জ্যোতিষী এবার ফ্যাসাদে পড়েছেন। শ্রীলঙ্কার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
ব্যর্থ জ্যোতিষীর নাম ভিজিথামুনি রোহানা ডি সিলভা। বয়স ৫২ বছর। একসময় শ্রীলঙ্কার নৌবাহিনীর নাবিক ছিলেন। তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট ২৬ জানুয়ারি মারা যাবেন।
পুলিশ গত বুধবার কলম্বোর আদালতে ওই জ্যোতিষীকে হাজির করে। তিনি ২০ লাখ রুপি বা ১৩ হাজার ৩০০ মার্কিন ডলারের মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন। গণমাধ্যম মন্ত্রণালয় তার বিরুদ্ধে অভিযোগ করেছিল, তিনি ওই ভুয়া ভবিষ্যদ্বাণী দিয়ে সমাজে অস্থিরতা ঘটিয়েছেন।
সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়। তারপরই ধরা পড়েন ডি সিলভা। আইনজীবীরা বলেন, ডি সিলভা ছয় মাস ধরে ব্লগে ধারাবাহিকভাবে লিখেছেন। আদালতের খাতায় তার নাম নতুন নয়। তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীকে হত্যাচেষ্টার দায়ে কারাভোগ করেছেন। ১৯৮৭ সালে রাজীব গান্ধী শ্রীলঙ্কা সফরে গেলে ওই হত্যাচেষ্টা হয়েছিল।
দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার রাজনীতিকরা জ্যোতিষশাস্ত্রে গভীর আস্থা রাখেন। তাদের অনেকের ব্যক্তিগত জ্যোতিষী রয়েছেন। তাদের পরামর্শ অনেক সময় জ্যেষ্ঠ রাজনৈতিক সহযোগীদের চেয়ে বেশি গুরুত্ব পায়।