চুল মসৃণ করতে ঘরেই করুন হেয়ার স্পা

0

ক্ষতিগ্রস্ত, রুক্ষ ও শুষ্ক চুলের জন্য হেয়ার স্পা খুবই কার্যকর। ঘরে বসে হেয়ার স্পা করতে যা লাগবে-

বাদাম তেল (Almond Oil)
নারকেল তেল
অলিভ অয়েল
গরম পানি
টকদই
কন্ডিশনার
শ্যাম্পু
নারকেলের দুধ
ডিম

যেভাবে হেয়ার স্পা করবেন

যেদিন হেয়ার স্পা করবেন, তার আগের রাতে স্কাল্পে নারকেল তেল মেখে ঘুমান। পরের দিন স্পা শুরু করার আগে, হাতে অল্প করে বাদাম তেল নিয়ে পুরো চুল ও মাথার তালু ম্যাসাজ করুন ১৫ মিনিট। গরম পানিতে তোয়ালে ভিজিয়ে চুল ৫ মিনিট মোড়ানোর পর তোয়ালে খুলে ফেলুন। এবার ঠাণ্ডা পানি দিয়ে চুল শ্যাম্পু করে ফেলুন। একটি বাটিতে ১ চা চামচ নারকেল তেল, ১ চা চামচ কন্ডিশনার, আধা চা চামচ অলিভ অয়েল, ১ চা চামচ টকদই মিশিয়ে নিন। এই মিশ্রণ পুরো চুলে ৫-৭ মিনিট লাগিয়ে রাখুন। এরপর চুল ধুয়ে ফেলুন। আধা কাপ নারকেল দুধের সাথে একটি ডিমের সাদা অংশ (তৈলাক্ত চুল)/ডিমের কুসুম (শুষ্ক চুল)/পুরো ডিম (সাধারণ চুল) মিশিয়ে হেয়ার মাস্ক বানিয়ে নিন। এই হেয়ার মাস্ক পুরো চুল ও স্কাল্পে ২০ মিনিট লাগিয়ে রেখে চুল ধুয়ে ফেলুন। ব্যাস বয়ে গেল হেয়ার স্পা। এভাবে মাসে একবার হেয়ার স্পা করলেই ক্ষতিগ্রস্ত চুলের সমস্যা কমে যাবে ও চুল হবে মজবুত, মসৃণ ও সুন্দর।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat