মেকআপে চোখের পাপড়ি বড় দেখাবে যেভাবে
মানুষের চেহারায় চোখ একটি গুরুত্বপূর্ণ অংশ। আর তাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলতে আমরা বদ্ধপরিকর। কোনো অনুষ্ঠানে যেতে হলেতো কথাই নেই।
মেকআপের অনেকটা অংশ জুড়ে থাকে চোখের সাজ এবং এই চোখের সাজ আইল্যাশ ছাড়া ঠিক যেন পূর্ণতা পায় না। মেকআপের নানা জিনিসপত্র বাড়িতে থাকলেও চোখের নকল পাপড়ি অনেকের কাছেই থাকে না। আবার থাকলেও অনেকে এই নকল পাপড়ি বসাতে পারেন না চোখের পাতায়।
কিন্তু এই সমস্যার রয়েছে বেশ সহজ একটি সমাধান। আইল্যাশ ছাড়াই চোখের পাপড়ি করে ফেলতে পারবেন অনেক বড় শুধু মাসকারা। আপনাকে শুধু জানতে হবে একটি ট্রিক্স। চলুন তবে জেনে নেয়া যাক এই ট্রিক্সটি।
প্রথমে সম্পূর্ণ মুখের বেইস মেকআপ দিয়ে চোখের সাজ সম্পূর্ণ করে ফেলুন। এরপর চোখের পাপড়িতে মাসকারা লাগান। এক কোট মাসকারা লাগিয়ে নিন ভালো করে। একটি বাটিতে যে কোনো বেবি পাউডার খানিকটা ঢেলে রাখুন। পাপড়িতে মাসকারা লাগানো হয়ে গেলে একটি কটন বাডের সাহায্যে বেবি পাউডার চোখের পাপড়িতে ভালো করে লাগিয়ে নিন। পুরো চোখের পাপড়িতে পাউডার লাগিয়ে নেবেন। এরপর আবার চোখের পাপড়িতে মাসকারা লাগান। দেখবেন সাধারণভাবে শুধু মাসকারা ব্যবহার করার তুলনায় অনেক বেশিই বড় দেখাচ্ছে চোখের পাপড়ি। আইল্যাশ ছাড়াই চোখের পাপড়ি অনেক বড় দেখাবে এই পদ্ধতিতে। ব্যস এবার বাকি মেকআপ শেষ করে নিন।