সপরিবারে করোনা আক্রান্ত রঞ্জিত – কোয়েল মল্লিক
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তার বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক এবং স্বামী নিসপাল সিং রানেও করোনা পজিটিভ৷ তারা এখন হোম কোয়ারেন্টিনে আছেন। শুক্রবার (১০ জুলাই) কোয়েল মল্লিকের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন তিনি।
ফেসবুকে কোয়েল লেখেন, ‘বাবা, মা, রানে এবং আমি কোভিড-১৯ পজিটিভ। সেলফ কোয়ারেন্টিনে আছি।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম জানায়, করোনার মধ্যেই গত মে মাসে পুত্র সন্তানের মা হোন কোয়েল মল্লিক। এরপর স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন তিনি। তবে কিছুদিন ধরেই জ্বর-শ্বাসকষ্টের মতো করোনার উপসর্গ ছিল মল্লিক পরিবারের সবার। দুদিন আগে পরীক্ষার জন্য তাদের সবার নমুনা সংগ্রহ করা হয় এবং সে পরীক্ষার ফলই পজিটিভ এসেছে। কিন্তু এখন তাদের তেমন কোনও শারীরিক অসুস্থতা নেই।