Raj
Array

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও কলকাতার বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তীর বিয়ে আজ রাতে। দীর্ঘদিনের জল্পনা-কল্পনা ঘুচিয়ে শুক্রবার রাত ১১টায় বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন তারা।

দক্ষিণ চব্বিশ পরগণায় বাওয়ালি রাজবাড়িতে আয়োজন করা হয়েছে ‘রাজ-শুভশ্রীর’জমকালো বিয়ের অনুষ্ঠান। দুই পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের উপস্থিতিতে বাঙালি নিয়মেই শেষ হবে বিয়ের আনুষ্ঠানিকতা। এর আগে সকালে একই স্থানে অনুষ্ঠিত হয়েছে রাজ-শুভশ্রীর গায়েহলুদ। এ অনুষ্ঠানে অংশ নেয়ার আগে রাজবাড়িতে বসে রাজ-শুভশ্রীর আইবুড়ো ভাতের আসর। অনুষ্ঠানে কাঁসার থালায় রাজকে ভাত খাইয়ে দেন শুভশ্রী।

বিয়েতে শুভশ্রী পরবেন সব্যসাচী মুখার্জির ডিজাইন করা লাল বেনারসি শাড়ি। বাঙালি বধূবেশেই দেখা যাবে শুভশ্রীকে। বাঙালি পোশাকে সাজবেন রাজও।

বিয়ে শেষে ১৩ মে অনুষ্ঠিত হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। এতে টালিউডের নামিদামি তারকাদের অংশ নেয়ার কথা রয়েছে।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat