স্মার্টফোনে ভুলেও ইনস্টল করবেন না এই ৬টি অ্যাপ

0
smart phone
Array

স্মার্টফোন মানেই অনেক অ্যাপ। একেকটা অ্যাপের কাজ একেক রকম। যত দামি বা কমদামি স্মার্টফোনই হোক না কেন, এই ৬টা অ্যাপ ভুলেও আপনি আপনার ফোনে ইনস্টল করবেন না। কারণ, করলেই বিপদ! আপনার ব্যক্তিগত তথ্য সহজেই পাচার হয়ে যেতে পারে হ্যাকারদের হাতে। ফলে যা হবার তাই হবে।

দেখে নিন সেই তালিকায় কোন কোন অ্যাপ রয়েছে?

১. কুইকপিক : খুব সহজে ফটো গ্যালারি করার জন্য এই অ্যাপটির ব্যবহার। কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা খুব বেশি।

২. ES ফাইল এক্সপ্লোরার : ব্লটওয়্যার ও অ্যাডওয়্যারে ভর্তি। আপনাকে সারক্ষণ বিরক্ত করে যাবে।

৩. UC ব্রাউজার : জনপ্রিয় অ্যানড্রয়েড ওয়েব ব্রাউজার। কিন্তু এর আড়ালে ঘাপটি মেরে বসে থাকতে পারে হ্যাকাররা।

৪. মিউজিক প্লেয়ি : আপনাকে গান শোনাবে, কিন্তু পাশাপাশি প্রচুর পরিমাণে ডেটা খরচ হবে। ব্যাটারিও ক্ষতি করবে।

৫. DU ব্যাটারি সেভার অ্যান্ড ফাস্ট চার্জ : মোটেই ব্যাটারির ক্ষমতা বাঁচায় না বা তাড়াতাড়ি ব্যাটারিকে চার্জ করে না। পুরোটাই বিজ্ঞাপনী চাল।

৬. ডলফিন ব্রাউজার : এই অ্যাপটি কেউ ডাউনলোড করলে, তিনি তার নিজের দায়িত্বে করবেন। আপনার দুঃস্বপ্ন হয়ে দেখা দিতে পারে এই অ্যাপ।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat