আসছে নকিয়ার নতুন ফ্ল্যাগশিপ ফোন
বৈশ্বিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বিশাল সমাবেশে স্পেনের বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৭’র এক সময়ের প্রভাবশালী মোবাইল ফোন ব্র্যান্ড নকিয়া অংশগ্রহণ করে আবারও মানুষের মনে জায়গা করে নেয়।
সেই সাথে তাদের বিগত বছরের অধিক জনপ্রিয় ফিচার ফোন নকিয়া ৩৩১০ পুনরায় অবমুক্ত করা হয়। কিন্তু ব্র্যান্ডটির কোনো ফ্ল্যাগশিপ ফোন আছে কি না, তখন পর্যন্ত জানা যায়নি।
মাত্র একটি নয়, এই ইভেন্টে একই সঙ্গে কয়েকটি হ্যান্ডসেটের মোড়ক খোলে নকিয়া। উন্মোচিত ফোনের তালিকায় থাকা মডেলগুলো নকিয়া ৩, নকিয়া ৫। তাই পুরনো এই হ্যান্ডসেট ব্র্যান্ডের পুনঃআগমনের খবরে সার্বজনীন ভক্তদের মনে যে ইচ্ছা বাসা বাঁধে, তা পুরণে এখন চারপাশ থেকে বেরিয়ে আসছে উড়োখবর।
সেই সব উড়ো খবরে বলা হচ্ছে, ফিনল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন এই জুনেই বাজারে ছাড়বে। আকৃতিগত দিক থেকে ফোনটির দু’টি সাইজ এবং মেমোরির দিক থেকেও ভিন্ন দুটি ভার্সন থাকছে। এছাড়া কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসরে এটি ক্ষমতাসম্পন্ন হবে বলেও আশা করা হচ্ছে।
চীনের একটি ওয়েবসাইটের প্রতিবেদন জানানো হয়, নকিয়ার এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ভিন্ন দুইটি মেমোরি হলো ৪ জিবি র্যাম এবং ৬ জিবি র্যাম। গুজব খবরে আরো জানানো হয়, পণ্যটির বহিরাংশ মেটাল ডিজাইন এবং ২৩ এমপি মূল ক্যামেরা নিয়ে আসছে। আর ভিন্ন দুইটি ফোনের মধ্যে একটিতে ডুয়্যাল ক্যামেরাও যুক্ত করা হয়েছে। তাই ফটোগ্রাফি যারা ভালোবাসেন তাদের জন্য এটি উপযুক্ত একটি ডিভাইস হবে।