তথ্য-প্রযুক্তির সঠিক ব্যবহারে নিরন্তর কাজ করে যাচ্ছে [AFR Technology]এ এফ আর টেকনোলোজি
প্রযুক্তির কল্যাণে স্মাটফোন, ট্যাবলেট এবং ল্যাপটপের মত ডিভাইসগুলো এখন সাধারণ মানুষের হাতে হাতে। অনেক ইউজারই এসব স্মার্ট ডিভাইসের সঠিক ব্যবহার করলেও অধিকাংশ মানুষ এসব ডিভাইসের সঠিক ব্যবহার করতে পারছেনা। ২০-৫০ হাজার টাকা দামের একটি স্মার্টফোন কিনে শুধু কলিং, ফেইসবুকিং, ইউটিউবিং এর মত কাজগুলো করছেন। কিন্তু একটি স্মার্ট ডিভাইসের রয়েছে বহুমুখী ব্যবহার। যা আমাদের দেশের অধিকাংশ মানুষ জানেনা। যারা জানেনা তাদের এসব ডিভাইসের সঠিক ব্যবহার এবং তথ্য-প্রযুক্তির নতুন নতুন খবরা-খবর দিয়ে যাচ্ছে AFR Technology নামে আমাদের দেশীয় একটি ইউটিউব চ্যানেল এবং ফেইসবুক পেইজ। AFR Technology তে নিয়মিত আপলোড হচ্ছে বিভিন্ন ধরণের টেক রিলেডেট টিউটরিয়াল। এসব টিউটরিয়ালে দেখানো হয় একটি স্মার্টফোন বা স্মার্ট ডিভাইসের অজানা ফিচারগুলো কিভাবে ব্যবহার করতে হয়।
এছাড়াও বাজারে সদ্য লঞ্চ হওয়া ডিভাইসগুলোকে ব্যবহারের পর ভাল-মন্দ দিক তুলে ধরে রিভিউ প্রকাশ করা হয়। বর্তমানে ফেইসবুকে ১.৩ মিলিয়ন ফলোয়ার এবং ইউটিউবে ৫ লক্ষ সাবস্ক্রাইবার নিয়ে এগিয়ে যাচ্ছে এই টেক প্রতিষ্ঠানটি। AFR Technology স্বত্তাধিকারী হিমেল জানান, তথ্য-প্রযুক্তির বহুমুখী ব্যবহার সাধারণ মানুষের কাছে পৌছাতে তার এই ক্ষুদ্র প্রয়াস। চ্যানেলটির ভিডিও কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, দৈনন্দিন জীবনের ব্যবহারযোগ্য ডিভাইসগুলোর অনেক অজানা ফিচার সম্পর্কে জানাতে পেরে ভিউয়াসরাও বেশ খুশী। চলমান শিল্প বিপ্লব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর। কাজের দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অগ্রসর হতে হলে আমাদেরকে বিজ্ঞান ও প্রযুক্তির আপডেট জ্ঞান থাকতে হবে। এই তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে ঘরে বসে আয় করা সেই বিষয়েও বেশ কিছু ভিডিও রয়েছে এই চ্যানেলে। AFR Tecehnology সম্পর্কে বিস্তারিত জানতে হলে ঘুরে আসতে পারেন নিচের দেওয়া লিংকে :
Facebook Page: https://www.facebook.com/afr.technology24/
Youtube Channel: https://www.youtube.com/c/AFRTechnology