আসছে তিন স্ক্রিনের ল্যাপটপ!

0
3 computer
Array

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সিইএস টেক শো উপলক্ষে এই প্রথম তিন স্ক্রিনযুক্ত ল্যাপটপের ধারণা দিলো গেমিং পিসি নির্মাতা রেজার। ভ্যালেরি প্রকল্পের অধীনে এই ল্যাপটপ তৈরি করছে রেজার। অবশ্য এখনো এটি ধারণা পর্যায়ে রয়েছে। কবে নাগাদ এটি বাজারে ছাড়া হবে তাও নিশ্চিত নয়।

ল্যাপটপের মূল স্ক্রিনের দু’পাশে দুটি স্ক্রিন স্লাইড আকারে বের হবে। প্রতিটি স্ক্রিন ১৭ ইঞ্চি মাপের। গেমিং বিশ্লেষক জোনাথান ওয়াগস্টাফ বলেন, এখন গেমাররা একটির বেশি মনিটর ব্যবহার করেন। যদিও এই মনিটর প্রচলিত নয়, তবুও এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। মানুষ অবশ্যই এই ল্যাপটপ কিনবে।

সিইএস মেলায় গেমিং ল্যাপটপ হিসেবে আসার ঘোষণা দিয়েছে প্রিডেটর ২১ এক্স। এর দাম ৮ হাজার ৯৯৯ মার্কিন ডলার। এ ছাড়া ১৭ ও ১৫ ইঞ্চি মডেলের নোটবুক ওডিসির ঘোষণা দিয়েছে স্যামসাং।

তথ্যসূত্র : বিবিসি।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat