নিউইয়র্কে বাংলাদেশি ব‌্যবসায়ী ছুরিকাঘাতে নিহত

0
bd
Array

নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ রিয়েল এস্টেট ব্যবসায়ী জাকির খান বাড়িওয়ালার ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থ্রগনেক্স এলাকার লগান অ্যাভিনিউয়ের বাসার সামনেই ৪৪ বছর বয়সী জাকির খানকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয় বলে টহল পুলিশ সংবাদমাধ‌্যমকে জানিয়েছে।গুরুতর আহত অবস্থায় জ্যাকবি মেডিকেল সেন্টারে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসকরা জাকিরকে মৃত ঘোষণা করেন। তার বুকে অন্তত সাতটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্থানীয় পুলিশ ৫১ বছর বয়সী ওই অ‌্যাপার্টমেন্টের মালিককে গ্রেফতার করেছে জানিয়ে স্থানীয় সংবাদমাধ‌্যমে বলা হয়েছে, ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জাকির খানের ঘনিষ্ঠজনরা বলেন, মিসরীয় ওই মালিকের বাসায় জাকির দীর্ঘদিন ধরে ভাড়া ছিলেন। তবে মালিকের অভিযোগ ছিল, জাকির বেশ কয়েক মাস ধরে ভাড়া দিচ্ছিলেন না, তিনি নাকি অ‌্যাপার্টমেন্টটি কিনতে চাইছিলেন।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat