নতুন বিষধর নীলাভ ধূসর সাপের সন্ধান মিলল অস্ট্রেলিয়ায়
ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া নানা ধরনের সরীসৃপের জন্য বিখ্যাত। অস্ট্রেলিয়ার সরীসৃপের তালিকায় নতুন প্রজাতির এক বিষধর সাপের নাম যুক্ত হয়েছে। ‘ডেজার্ট হুইপ’ নামের নতুন প্রজাতির সাপের সন্ধান পেয়েছেন অস্ট্রেলিয়ার গবেষকেরা।
অস্ট্রেলিয়া মহাদেশের পশ্চিমের গোল্ডফিল্ডস অঞ্চল থেকে শুরু করে দক্ষিণ–পশ্চিমের কুইন্সল্যান্ডে নানা ধরনের সরীসৃপ পাওয়া যায়, যেখানে নানা ধরনের সাপ উল্লেখযোগ্য। অ্যাডিলেডের জিনবিজ্ঞানী জেমস নানকিভেল ও গবেষক মার্ক হাচিনসন, পরিবেশবিদ ব্র্যাড মারইয়ান ও ব্র্যায়ান বুশের অনুসন্ধানে নতুন প্রজাতির সাপের দেখা মিলল।
নীলাভ ধূসর রঙের এই বিষধর সাপের বৈজ্ঞানিক নাম Demansia cyanochasma (ডেমানসিয়া কায়ানোক্যাশমা)। গ্রিক শব্দ কায়ানোস মানে নীল ও ক্যাশমা মানে স্থান। দেখতে আলাদা হলেও এতকাল ডেজার্ট হুইপকে জীববিজ্ঞানীরা অন্য দুই প্রজাতির হুইপ সাপের সঙ্গে মিলিয়ে ফেলতেন। পূর্ব অস্ট্রেলিয়ার হলুদ মুখের হুইপ ও জালিকাযুক্ত হুইপ সাপের সঙ্গে মিলিয়ে ভুল চলছে অনেক দিন। বিষধর হলেও এই সাপ তার শিকারিকে পেঁচিয়ে ধরে। তবে এই সাপ মানবশরীরের জন্য তেমন ক্ষতিকর নয় বলে গবেষকেরা জানিয়েছেন। সর্বোচ্চ ৮৯ সেন্টিমিটার লম্বা হতে পারে এটি। এই সাপের প্রজনন সময় বসন্তের শেষ সময় থেকে গ্রীষ্মের শুরু পর্যন্ত।
২০ জুলাই গবেষকেরা তাঁদের নতুন প্রজাতির সাপের তথ্য গণমাধ্যমে প্রকাশ করেন। অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি বিষধর যে সাপ পাওয়া যায়, তার মধ্যে হুইপ অন্যতম। হুইপ সাপের এ নিয়ে ১৫টি উপপ্রজাতির সন্ধান পাওয়া গেল। মধ্য অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে দেখা মেলে এই বিষধর সাপের। এক দশকের বেশি সময় ধরে এই সাপকে গবেষকেরা অন্য সাপের সঙ্গে ভুল করে মিলিয়ে ফেলতেন। জিনবিজ্ঞানী জেমস নানকিভেল বলেন, ‘জিনবিন্যাসের মাধ্যমে আমরা নতুন এই উপপ্রজাতির ধরন সম্পর্কে নিশ্চিত হয়েছি। এই সাপের গতি অন্য প্রজাতির সাপের চেয়ে বেশ দ্রুত আর সবচেয়ে চমকে যাওয়া বিষয় হচ্ছে এর বড় বড় চোখ। এই সাপ দ্রুতগতিতে শিকারের ওপর হামলে পড়ে।’
গবেষকেরা জানিয়েছেন, এই সাপের বিষ থাকলেও মানবশরীরের জন্য কম ঝুঁকিপূর্ণ। ডেজার্ট হুইপের কামড়ে ব্যথা ও শরীর অবশ হয়ে যায়, মানুষের মৃত্যুর হার তুলনামূলক কম। এই প্রজাতির সাপ অস্থির প্রকৃতির হয়। একটুতেই ভড়কে যায়। চাবুকের মতো দেখতে বলেই তাদের নামকরণ করা হয়েছে হুইপ। কোনো কারণে অবশ্য রেগে গেলে এই সাপ বেশ হিংস্র আচরণ করে।
সূত্র: পার্থ নাউ