বাংলাদেশের চলমান সংস্কারে প্রশংসা করলেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। চলমান সংস্কার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গণতন্ত্র ও মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ সংস্কারগুলো অব্যাহত রাখা প্রয়োজন। বাংলাদেশের উন্নয়ন ও সংকট মোকাবিলায় জাতিসংঘ সহযোগিতা চালিয়ে যাবে বলে তিনি আশ্বস্ত করেছেন।
শনিবার (১৫ মার্চ) রাজধানীতে নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। তিনি জাতিসংঘের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন। এ সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং জাতিসংঘের সহযোগিতার বিষয়টি তুলে ধরা।
নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শনের আগে মহাসচিব জাতিসংঘ কান্ট্রি টিম (ইউএনসিটি) বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন। সেখানে তিনি বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার এবং এ দেশের উন্নয়নে জাতিসংঘ সবসময় সহায়তা করতে প্রস্তুত।
জাতিসংঘ মহাসচিবের এ সফর ও বক্তব্য বাংলাদেশের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমকে সামনে এগিয়ে নেওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন।
বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও উন্নয়নমূলক কার্যক্রমে জাতিসংঘের সমর্থন দেশের জন্য এক গুরুত্বপূর্ণ দিক। এ সফরের মাধ্যমে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।