শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ স্থগিত

sripur_news_pic_YERnMCl
Array

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেতঝুড়ি এলাকায় অবরোধ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয় তাদের অবরোধ। এসময় বিক্ষোভ করেন। বেলা পৌনে ১১টার দিকে অবরোধ স্থগিত করেন।

স্থানীয়দের অভিযোগ, গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বেতঝুড়ি নতুনবাজার এলাকায় তাকওয়া পরিবহনের একটি বাসের হেলপারের ধাক্কায় নিহত হন অটোরিকশা চালক রিটন মিয়া (৩৫)।

নিহত রিটন গাজীপুর সদর উপজেলার শিরিরচালা গ্ৰামের মো. দুলাল মিয়ার ছেলে। এ ঘটনায় তাকওয়া পরিবহনের অভিযুক্ত বাস চালককে মো. জনি মিয়াকে (২৯) আটক করে পুলিশ। জব্দ করা হয়েছে বাস।

পরদিন মঙ্গলবার মহাসড়কে আসেন রিটনের স্বজন স্থানীয়রা। তারা সকাল সাড়ে ৮টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত চলে তাদের অবরোধ। এসময় তারা বিক্ষোভ করেন। এরফলে মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিহতের ভাইয়ের মেয়ে তাসলিমা খাতুন বলেন, চাচা রিটন মিয়া অটোরিকশা চালান। গতকাল সোমবার সন্ধ্যায় তাকওয়া পরিবহনের একটি বাস তার অটোরিকশাকে চাপা দেয়। এতে কাঁচ ভেঙে যায়। এসময় চাচা দৌড়ে বাসের সামনে দাঁড়ালে সহযোগীকে নিয়ে চালক তাকে বাসে তুলে নেয়। মারধর করার পর তাকে বাস থেকে ফেলে দেন। এ ঘটনায় আটক বাস চালকের বিরুদ্ধে কোনো মামলা নেওয়া হয়নি।

নিহত রিটন মিয়ার আরেক স্বজন মো. মিজানুর রহমান জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা মামলা নিয়ে বিচারের আশ্বাস না দেওয়া পর্যন্ত সড়কে অবস্থান করবেন তারা। পরে মামলা নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার অবরোধ স্থগিত করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, নিহতের ভাই তিন জনের নামে মামলা করেছেন। মামলা দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর সড়ক থেকে সরে গেছেন অবরোধকারীরা। এরপর যান চলাচল স্বাভাবিক হয়েছে। আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছি।

About Author

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat