সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোজা শুরু

150483_S6
Array

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সেখানে আগামীকাল শনিবার প্রথম রোজা পালন করা হবে। অর্থাৎ আজ শুক্রবার থেকে সেখানে তারাবিহ নামাজ আদায় করা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে বলা হয়, দেশটির সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে যে- শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে।

ফলে পবিত্র রমজান শুরু হবে ১লা মার্চ শনিবার থেকে। সুদাইর এবং তুমাইর সহ সৌদি আরবের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এই চাঁদ দেখা গেছে। এর আগে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সৌদি আরবের সব মুসলিমকে শুক্রবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যায় কিনা তার দিকে নজর রাখার অনুরোধ জানায়। চাঁদ দেখা কমিটি সাধারণত রমজান মাস শুরুর ইঙ্গিত হিসেবে চাঁদ দেখেন। একই সঙ্গে তারা মুসলিমদের অনুরোধ করেন চাঁদ দেখতে।

About Author

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat