অভিন্ন নদীর পানি ছাড়ার আগে আগাম বার্তা দেয়নি ভারত : সৈয়দা রিজওয়ানা হাসান
অন্তবর্তীকালীন সরকারের বন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভারতের অভিন্ন নদীর পানি ছাড়ার আগে আগাম বার্তা দেয়ার কথা থাকলেও এবার তা করা হয়নি।
তিনি বলেন, ‘ভারতের সাথে অভিন্ন নদীর পানি ছেড়ে দেয়ার আগে ভাটির দেশ হিসেবে বাংলাদেশকে সরকারের পক্ষ থেকে বার্তা দিতে হবে।’
শুক্রবার (২৩ আগস্ট) সকালে হবিগঞ্জ সদর উপজেলার রাঙেরগাওয়ে খোয়াই নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা রিজওয়ানা বলেন, প্রধান উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠকেও এ বিষয়ে আলাপ হয়েছে। ভবিষ্যতে যাতে মনুষ্যসৃষ্ট কোনো দুর্যোগ না হয়, সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে জানানো হবে।
ড্রেজিং ও নাব্যতার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাটির দেশ হিসেবে বাংলাদেশের নদী ড্রেজিংয়ের ব্যপারটা উজান থেকে ভিন্ন হবে। নদী ড্রেজিং হবে না পলি ব্যবস্থাপনার অন্যান্য ব্যবস্থায় যাবে, তা একটি বড় সিদ্ধান্তের ব্যাপার। এ ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে। কিন্তু বিগত দিনে এ বিষয়ে কোনো জোর দেয়া হয়নি।
সৈয়দা রিজওয়ানা বলেন, হবিগঞ্জ শহরকে বাঁচাতে হলে খোয়াই নদীকে রক্ষা করা ছাড়া উপায় নেই। এ নদী রক্ষায় অল্প টাকার প্রকল্প গ্রহণ করা হবে। ভবিষ্যতে বেশি টাকার প্রয়োজন হলেও তা করা হবে। এছাড়া পুরোনো খোয়াই নদীকে দখলমুক্ত করা খুবই জরুরি।
তিনি বলেন, ফেনীতে যে প্লাবন হচ্ছে তা কমে গেলেও অবৈধ স্থাপনার জন্য নদীপথ সংকুচিত হওয়ায় পানি নিষ্কাশন বাধাপ্রাপ্ত হচ্ছে।
এর আগে হবিগঞ্জ সার্কিট হাউজে বন্যা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন তিনি। বৈঠকে স্থানীয় ব্যক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।