যারা অত্যাচার করেছে তাদের মানবাধিকারও রক্ষা করতে হবে : আদিলুর রহমান খান

0
image-485452-1724410070
Array

দেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে না আসে সেজন্য সংস্কার কাজ চলছে বলেও মন্তব্য করেন তিনি।
যারা অত্যাচার করেছে তাদের মানবাধিকারও রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিল্প, গণপূর্ত ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান।

আজ শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, ‘দেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে না আসে সেজন্য সংস্কার কাজ চলছে। দ্রুত সময়ে সংস্কার করে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, ‘ছাত্র- জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান ঘটেছে। গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ছাত্র-জনতা।’

আদিলুর রহমান খান আরও বলেন, ‘স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দেশে যেন একটি গণতান্ত্রিক অবকাঠামো গড়ে ওঠে। অন্যায়, অবিচার এবং মানবাধিকার লঙ্ঘনের যেন অবসান হয়। আমাদের ওপর যারা অত্যাচার করেছে তাদের মানবাধিকারও রক্ষা করতে হবে।’

তিনি বলেন, ‘দেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আইনশৃঙ্খলা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সারাদেশে কোনো প্রতিষ্ঠান অক্ষত অবস্থায় নাই।’

এর আগে সকালে উপদেষ্টা আদিলুর রহমান খান মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান ও খোঁজখবর নেন।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat