আজ গভীর রাতেই জন্ম হবে নতুন চাঁদের, জানালো আবহাওয়া অফিস

0
Moon_bvnews24-2404081004
Array

আজ সোমবার দিবাগত মধ্যরাত অর্থাৎ ৯ এপ্রিল রাত ১২টা ২১ মিনিটে অমাবস্যা শেষ হয়ে ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে। আগামীকাল ৯ এপ্রিল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এই চাঁদের বয়স হবে ০.৭৪৮০ দিন। তাই আগামীকাল সন্ধ্যা ৬টা ৩৮ মিনিট থেকে ৭ টা ৫ মিনিট পর্যন্ত চাঁদ অনুসন্ধান করতে বলেছে আবহাওয়া অধিদফতর।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের চাঁদের স্থানাঙ্ক বিবরণী প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত ২৫ মার্চ ইসলামি ফাউন্ডেশনসহ চাঁদ দেখা সংক্রান্ত বিভিন্ন সরকারি দফতরে শাওয়াল মাসের চাঁদের এই স্থানাঙ্ক বিবরণী প্রতিবেদন পাঠায় আবহাওয়া অফিস।

সরকারি আবহাওয়া সংস্থাটির আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী স্বাক্ষরিত ওই চাঁদের স্থানাঙ্ক বিবরণী প্রতিবেদনে বলা হয়, আগামী ৯ এপ্রিল বাংলাদেশ মান সময় ০০ টা ২১.০ মিনিটে (১২টা ২১ মিনিটে) অমাবস্যা শেষ হয়ে ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওই দিন সূর্যাস্তের সময় ১৮টা ১৮.১ মিনিট (সন্ধ্যা ৬টা ১৮.১ মিনিট) বিএসটিতে চাঁদের বয়স হবে ০.৭৪৮০ দিন এবং সূর্যাস্তের ২২টা ৭ মিনিট পর চন্দ্রান্ত ঘটবে এবং ওই দিনই ২১টা ০১.০ মিনিট (৯টা ০১.০ মিনিট) বিএসটিতে প্রতিপদ শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে। ১০ এপ্রিল ২০২৪ সূর্যাস্তের সময় ১৮টা ১৮.৫ মিনিট (৬টা ১৮.৫ মিনিট) বিএসটিতে চাঁদের বয়স হবে ১.৭৪৮৩ দিন এবং সান্ধ্যকালীন গোধুলি শেষ হওয়ার ১ ঘণ্টা ২৮.৬ মিনিট পর চন্দ্রান্ত ঘটবে।

আগামীকাল (৯ এপ্রিল) ঢাকায় ১৮ টা ৩৮ মিনিট হতে ১৯ টা ০৫ মিনিট পর্যন্ত চাঁদ দেখতেও বলেছে জাতীয় আবহাওয়া সংস্থা।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat