দ্বাদশ জাতীয় সংসদের উদ্বোধনের দিন বিএনপির কালো পতাকা মিছিল

0
810209_186
Array

দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিন মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীসহ সারাদেশে কালো পতাকা নিয়ে মিছিল করবে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো। নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালন করবে দলটি।

‘অবৈধ ডামি’ সংসদ বাতিলের দাবিতে সব মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌরসভাতেও কর্মসূচি পালন করা হবে।

সোমবার (২৯ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির সব ইউনিট একযোগে কর্মসূচি পালনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
তিনি সর্বস্তরের মানুষকে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ কর্মসূচি সফল করার আহ্বান জানান।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজধানীর পীরজঙ্গী মাজার, যাত্রাবাড়ীর কদমতলী বাস স্টেশন, নিউমার্কেট ও দয়াগঞ্জ মোড়ের সামনে কালো পতাকা মিছিল বের করবে।

এছাড়া ঢাকা মহানগর উত্তর শাখার শাহজাদপুরের সুবাস্তু নজর ভ্যালি শপিং মলের সামনে, উত্তরা ১২ নম্বর সেকশনের কবরস্থানের সামনে এবং মিরপুর-৬ নম্বর মসজিদের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু করবে দলটি।এসব শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা পরিষদের সদস্যরা।

বিএনপি ছাড়াও গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমন্বয় জোট, গণঅধিকার পরিষদ, এলডিপি, লেবার পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, গণঅধিকার পরিষদ, গণফোরাম, পিপলস পার্টি ও এবি পার্টি পৃথকভাবে কালো পতাকা মিছিল করবে।

৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি হবে বিএনপির দ্বিতীয় রাজপথ কর্মসূচি।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। বিকেল ৩টায় শুরু হওয়া দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat