বিএনপির সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক

0
Array

পরবর্তী আন্দোলন ও রাজনৈতিক কৌশল ঠিক করতে যুগপৎ আন্দোলনের সঙ্গী ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, আন্দোলন ও পরবর্তী করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া ভোট বর্জনের আন্দোলন সফল হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছে।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, এবং সেলিমা রহমান। এছাড়াও স্কাইপিতে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

বৈঠকে ১২ দলীয় জোটের পক্ষে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম প্রমুখ।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat