এমপি প্রার্থীকে দেখেই গালাগাল শুরু করলেন আহসান উল্লাহ
‘‘আমারই ২৫টা ভোট, আমি পাই না বয়স্ক ভাতা’‘ নির্বাচন উপলক্ষ্যে ভোট চাইতে যাওয়া প্রার্থীকে দেখে এভাবে নিজের আক্ষেপের কথা জানিয়েছেন রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা ৬০ বছরের আহসান উল্লাহ।
আহসান উল্লাহ জানান, জনৈক তপন মিয়া বয়স্ক ভাতার জন্য ছবি ও প্রয়োজনী কাগজপত্র নিয়েও ভাতা পাননি তিনি। যাও একবার ভাতার কার্ডের জন্য গিয়েছেন তিনি। তখন বিতরণকারীরা তাকে কার্ড দেননি। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তাকে একবার এক কেজি চিড়া দিয়েছেন বলেও জানান।
বৃদ্ধ বয়সে অভাব অনটনে কাটছে আহসান উল্লাহ-এর সংসার। তাই ঢাকা-১১ আসনের প্রার্থী তার ভাড়া বাসায় ভোট চাইতে গেলে রেগে গালাগাল শুরু করেন তিনি। এসময় প্রার্থী তার সঙ্গে হাত মেলাতে চাইলেও তিনি হাত মেলাননি। পরে প্রার্থীও সঙ্গে থাকা লোকজন তাকে শান্তনা দেন।
আহসান উল্লাহ কেন বয়স্কভাতা পাচ্ছেন না জানতে চাইলে স্থানীয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, এদের মত অনেক মুরব্বি আছেন যারা ভাতা পাচ্ছেন না। হয়তো তারা লাইন মতো যেতে পারেননি। তাই পাচ্ছেন না। আমি আশাকরি আমাদের এই আসনের ভবিষ্যত এমপি নির্বাচিত হয়ে এলে সমস্যার সমাধান হবে।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যান ঢাকা-১১ আসনের আওয়ামী লীগ নৌকা প্রতীকের প্রার্থী মো. ওয়াকিল উদ্দিন। এসময় তাঁর সঙ্গে থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।