ফজলে হাসান আবেদ কোটি মানুষের জীবন উন্নত করেছেন‘আশার জয়’ গ্রন্থের মোড়ক উন্মোচনে রেহমান সোবহান
ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের জীবনভিত্তিক গ্রন্থ ‘আশার জয়’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা। বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে। ছবি: সমকাল
বিশ্বের অন্যতম বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের জীবনভিত্তিক গ্রন্থ ‘আশার জয়’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার ফজলে হাসান আবেদের চতুর্থ মৃত্যুবার্ষিকীর দিনে রাজধানীর ব্র্যাক সেন্টারে এ মোড়ক উন্মোচন হয়।
অনুষ্ঠানে বরেণ্য অর্থনীতিবিদ অধ্যাপক ড. রেহমান সোবহান বলেন, আবেদ এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তৃপ্তির অনুভূতি নিয়ে। খুব কম লোকই বলতে পারে যে তারা একটি পরিপূর্ণ জীবন যাপন করেছে। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে তিনি কোটি মানুষের জীবনমানের উন্নয়ন করেছেন। তাই আমি মনে করি, তিনি একজন পরিপূর্ণ মানুষের তৃপ্তি নিয়ে এই পৃথিবী ছেড়ে গেছেন। এরচেয়ে বড় পুরস্কার আর হতে পারে না।
অনুষ্ঠানে ড. রেহমান সোবহান, ব্র্যাক বাংলাদেশ গভর্নিং বডির চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান, ফজলে হাসান আবেদের স্ত্রী লেডি সৈয়দা সারওয়াত আবেদ, ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ এবং ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক শামেরান আবেদ বইটির মোড়ক উন্মোচন করেন। এ সময় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ ও বইটির প্রকাশনা সংস্থা ‘বাতিঘর’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আহমদ রাশেদ উপস্থিত ছিলেন।
ব্র্যাকের পিপল, কালচার অ্যান্ড কমিউনিকেশনসের ঊর্ধ্বতন পরিচালক মৌটুসী কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা ফজলে হাসান আবেদের কর্মযজ্ঞ, সৃজনশীল উন্নয়ন-ভাবনা এবং দারিদ্র্য-বৈষম্য দূর করার উদ্ভাবনী এবং কার্যকর মডেলের নানা দিক নিয়ে আলোচনা করেন।
‘হোপ ওভার ফেইট: ফজলে হাসান আবেদ অ্যান্ড দ্য সায়েন্স অফ এন্ডিং গ্লোবাল পোভার্টি’ শীর্ষক ইংরেজি ভাষায় মূল গ্রন্থটি লিখেছেন সাংবাদিক স্কট ম্যাকমিলান। বাংলায় বইটি অনুবাদ করেছেন আলভী আহমেদ।
ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার আবেদকে স্মরণ
গতকাল বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে স্যার ফজলে হাসান আবেদকে স্মরণ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজের নেতৃত্বে বনানী কবরস্থানে স্যার আবেদের কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ব্র্যাক ইউনিভার্সিটিতে স্মরণসভা হয়। এতে ফজলে হাসান আবেদের জীবনের উল্লেখযোগ্য বিভিন্ন দিক এবং দর্শন আলোচিত হয়। আলোচকরা শিক্ষা ও সমাজ উন্নয়নে তাঁর অবদান তুলে ধরেন।