রিজভীর মশাল মিছিলে পুলিশের হামলা-লাঠিপেটার অভিযোগ
বিএনপি-জামায়াতের ডাকা ১১ দফায় ৩৬ ঘণ্টার অবরোধের সমর্থনে রাতে মশাল মিছিলে হামলা-লাঠিপেটার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বের হওয়া মশাল মিছিলে হামলা চালিয়েছে পুলিশ।
জানা গেছে, এ সময় পুলিশের হামলা ও লাঠিপেটায় ২০ জনের মতো নেতা-কর্মী আহত হয়েছে। পুলিশের হামলায় বেশ কয়েকজনের হাত, পা ও আঙ্গুল ভেঙ্গে গেছে। আটক করা হয়েছে বেশ কয়েকজন নেতা-কর্মীকে।
আজ রাত সাড়ে ৮টার দিকে নাইটএঙ্গেল মোড় থেকে মশাল মিছিল নিয়ে নয়াপল্টনের কাছাকাছি ভাসানি ভবনের সামনে গেলে পুলিশ অর্তর্কিতভাবে মিছিলে হামলা ও লাঠিপেটা করে। পুলিশের হামালা থেকে নেতাকর্মীরা রুহুল কবির রিজভীকে নিরাপদে সরিয়ে নেন। অল্পের জন্য রক্ষা পান তিনি।এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।