যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে বিএনপির যৌথসভা
যুগপৎ আন্দোলনে অংশ নেয়া শরিক দলগুলোকে নিয়ে যৌথসভা করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে তোপখানা রোড শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। যৌথসভায় নেতারা বলেন, জনগণের ভোটের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে অবস্থান নেয়া এই নির্বাচনের তফসিলকে প্রত্যাখ্যান করছি। অনতিবিলম্বে ৭ই জানুয়ারি ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবি জানাচ্ছি। একই সাথে আমরা অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য অনতিবিলম্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠায় কার্যকরী রাজনৈতিক উদ্যোগ নেয়ার আহ্বান জানাই। সরকার যদি জেদ, অহমিকা নিয়ে জবরদস্তি করে নির্বাচনের নামে আরেকটি তামাশা মঞ্চস্থ করতে চায়, তাহলে সরকারের এই অশুভ তৎপরতা প্রতিরোধ করা ছাড়া দেশবাসীর সামনে অন্য কোন পথ থাকবে না।
সভায় আরও বলা হয়, আমরা সরকার ও সরকারি দলের সকল ধরনের উস্কানি, সহিংসতা ও পরিকল্পিত নাশকতা এড়িয়ে শান্তিপূর্ণভাবে চলমান গণআন্দোলন গণসংগ্রামকে বিজয়ের পথে এগিয়ে নেয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই।
বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল পিপলস পার্টির ড. ফরিদুজ্জামান ফরহাদ, গণদলের এ টি এম গোলাম মাওলা চৌধুরী, জাগপার খন্দকার লুতফর রহমান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এড. হাসনাত কাইয়ূম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি মুহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ ন্যাপের এম এন শাওন সাদেকী, বাংলাদেশ ইসলামিক পার্টির মো: আবুল কাশেম, এলডিপির ড. মো: নেয়ামুল বশির, প্রগতিশীল গণতান্ত্রিক দলের হারুন আল রশিদ খান, বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল)-এর কমরেড হারুন চৌধুরী, বাংলাদেশ পিপলস পার্টির পারভীন নাসের ভাসানী, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী)-এর এড. মো: আজহারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় দলের শামসুল আহাদ, ইসলামী ঐক্যজোটের অধ্যাপক মাওলানা আব্দুল করিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির লায়ন মো: ফারুক রহমা, বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম, এ বি পার্টির এড. তাজুল ইসলাম, সমাজতান্ত্রিক মজদুর পার্টির ডা. সামছুল আলম, গণঅধিকার পরিষদ রেজা) ফারুক হাসান, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আবুল কালাম আজাদ, বাংলাদেশ পিপলস পার্টির বাবুল সরকার চাখারী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, গণফোরামের সুব্রত চৌধুরী, এডিপির কারী আবু তাহের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি-এর সাইফুল হক, গণঅধিকারের নুরুল হক নূর জাস্টিস পার্টির জাভেদ সালাউদ্দিন, বিকল্প ধারা বাংলাদেশের শাহ আহমেদ বাদল, বাংলাদেশ মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান, বাংলাদেশ সাম্যবাদী দলের কমরেড ডা. নুরুল ইসলাম, ডিএলের খোকন চন্দ্র দাস।