তফসিল বাতিলের দাবির প্রতিবাদ ৩৮৫ সাবেক সরকারি কর্মকর্তার

0
Array

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছিলেন ১৪১ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। সেই বিবৃতির প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ৩৮৫ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। বিবৃতিদাতাদের মধ্যে সাবেক শিক্ষাবিদ, আমলা, চিকিৎসক এবং সেনা, নৌ, বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ও সাবেক পুলিশ কর্মকর্তা আছেন।

৩৮৫ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার দেওয়া বিবৃতিতে বলা হয়, জাতীয় নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে ১৪১ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার বিবৃতিটি তাঁদের দৃষ্টিগোচর হয়েছে। ওই বিবৃতির বিষয়টি বস্তুনিষ্ঠ নয়। যেসব তথ্য-উপাত্ত উল্লেখ করা হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত, অসত্য ও বিভ্রান্তিকর।

বিবৃতিতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগে কমিশনের সব স্টেকহোল্ডারের (অংশীজন) সঙ্গে বহুবার আলোচনা করেছে এবং নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে কমিশনের সঙ্গে মতবিনিময়ের জন্য একাধিকবার আমন্ত্রণ জানিয়েছে। আমন্ত্রণে সাড়া দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা দলগুলো কমিশনের সঙ্গে আলোচনা করেনি। এমনকি তাদের কমিশন থেকে পৃথকভাবে আমন্ত্রণ জানানো হলেও তারা সে আলোচনায় সাড়া দেয়নি, যা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।

বিবৃতিতে আরও বলা হয়, আলোচনার জন্য সরকারের পক্ষ থেকেও বহুবার তাদের প্রতি আহ্বান জানানো হয়। কিন্তু তারা (বিএনপি ও সমমনা দল) তাতে কর্ণপাত না করে সরকারের পদত্যাগের জন্য আন্দোলনের নাশকতা করছে।

বিবৃতিতে বলা হয়, ঘোষিত তফসিল কমিশনের সঙ্গে নিবন্ধিত সব রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য এবং উন্মুক্ত। তাহলে কীভাবে এই তফসিল একতরফা হয় এবং কীভাবে অবসরপ্রাপ্ত কিছু সরকারি কর্মকর্তা কমিশনের সংবিধানসম্মত তফসিলকে একতরফা তফসিল হিসেবে আখ্যায়িত করে তা বাতিলের জন্য সুপারিশ করেন, তা সর্বসাধারণের কাছে বোধগম্য নয়। এই প্রয়াস বাংলাদেশকে একটি সাংবিধানিক শূন্যতার দিকে ঠেলে দেওয়ার নামান্তর।

বিবৃতিতে স্বাক্ষরদাতাদের মধ্যে আছেন কাজী রিয়াজুল হক, আতিউর রহমান, মোহাম্মদ নুরুল হুদা, এ কে এম শহীদুল হক, কামাল আবদুল নাসের চৌধুরী, মুন্সী ফয়েজ আহমেদ, আবুল কালাম আজাদ, মাহবুব উজ জামান, ইকবাল মাহমুদ, মোহাম্মদ সাদিক, সেলিনা আফরোজ, কামরুল হাসান খান, মুস্তাফিজুর রহমান, আবদুল মান্নান চৌধুরী, এম এ মান্নান, রাশিদ আসকারী, হারুন-অর-রশিদ, ইকবাল আর্সলান, দীন মোহাম্মদ নুরুল হক, কনক কান্তি বড়ুয়া, এ বি এম আবদুল্লাহ, মোল্লা ফজলে আকবর, আবদুল ওয়াদুদ, সাব্বির আহমেদ, সাদে উদ্দিন আহমেদ, এ কে এম আজাদ, মনোয়ার হোসাইন, মোহাম্মদ আলী, বরেণ চক্রবর্তী, নজিবুর রহমান, এম এ কাদের সরকার প্রমুখ।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat