সরকার নির্বাচনে প্রার্থী বাড়াতে নতুন দল গড়ছে : রিজভী
নির্বাচনে প্রার্থী বাড়াতে সরকার ‘দলছুটদের’ দিয়ে নতুন নতুন দল গঠন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।আজ শুক্রবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
সরকার ‘গোয়েন্দা সংস্থাগুলোকে’ ব্যবহার করে বিএনপি এবং সমমনা দলগুলো থেকে লোক ভাগিয়ে নিচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, তাদের নানাভাবে প্রলোভন দেখানো হচ্ছে। নতুন দল করে, জেতানোর আশ্বাস দিয়ে মনোনয়ন দিচ্ছে, টাকাপয়সার লোভ দেখাচ্ছে। একদিকে চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বিরোধী দলকে দমনপীড়ন, অন্যদিকে চলছে নতুন নতুন দল বানানোর কারসাজি।
একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ জিতবে না দাবি করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘জিতবেন না’র কারণে, তিনি (শেখ হাসিনা) যত ধরনের গণবিরোধী কাজ, যত ধরনের দুর্বিনীত কাজ, যত ধরনের দূরাচারমূলক কাজ, সেই কাজগুলো এখন করছেন নির্বাচন সামনে রেখে।
আজ গাজীপুর থেকে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক চিকিৎসক রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তার করেছে র্যাব। নাশকতার দুই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। সংবাদ ব্রিফিংয়ে রিজভী এ গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান।