জাতিসংঘে দেয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির প্রতিবাদ গ্রামীণ টেলিকমের

0
Array

জাতিসংঘের কাছে দেয়া সরকারের বিবৃতির প্রতিবাদ জানিয়েছে গ্রামীণ টেলিকম। শুক্রবার গণমাধ্যমে পাঠানো প্রতিবাদপত্রে বলা হয়-চলতি বছরের ২১ এবং ২২ নভেম্বর বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশে মানবাধিকারের বিষয়ে জাতিসংঘের তিন রাপোর্টইয়ার-এর বক্তব্যের প্রতিবাদে একটি প্রতিবাদ লিপি সংবাদমাধ্যমে প্রেরণ করেছে। সংশ্লিষ্ট সংবাদটিতে উল্লেখ করা হয়েছে যে, “ড. মুহাম্মদ ইউনূসের মামলাটি তার মালিকানাধীন একটি কোম্পানীর শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার বিষয়ে আদালতের বিচারাধীন আছে।” তার মালিকানাধীন একটি কোম্পানী বলতে “গ্রামীণ টেলিকম”-কে বোঝানো হয়েছে। এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। জাতিসংঘের কাছে দেয়া সরকারের এই বিবৃতিতে আমাদেরকে নিয়ে মিথ্যা তথ্য দেয়ার জন্য আমরা জোরালো প্রতিবাদ জানাচ্ছি।

উল্লেখ্য যে, গ্রামীণ টেলিকমসহ তার সৃষ্ট সকল প্রতিষ্ঠানের কোনো মালিকানা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নেই। প্রফেসর ইউনূস গ্রামীণ টেলিকমের অবৈতনিক চেয়ারম্যান। এর থেকে তিনি কোনো সম্মানী বা আর্থিক সুবিধা নেন না।

গ্রামীণ টেলিকম কোম্পানী আইন ১৯৯৪ এর ২৮ ধারা অনুযায়ী নিবন্ধিত নট ফর প্রফিট কোম্পানী। কোম্পানী আইন অনুযায়ী এর লভ্যাংশ বিতরণযোগ্য নয়। অলাভজনক কোম্পানী হওয়ায় এর অর্জিত মুনাফা বিতরণ করা হয় না। কারণ, এর কোনো শেয়ার হোল্ডার নেই।এছাড়া দেশের ভিতরে বা বাহিরে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানায় কোনো কোম্পানী অদ্যবধি প্রতিষ্ঠিত হয়নি।সঠিক তথ্যটি জাতিসংঘকে জানিয়ে দেয়ার জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছি।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat