গাজায় ইসরায়েলের সহিংসতার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

0
Mitchel.Gaza.15.10.23_original_1697381689
Array

গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান অত্যধিক মাত্রার শক্তি প্রয়োগ ও সাধারণ জনগণের হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান রোববার (১৫ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবিক বিপর্যয় এড়িয়ে এই অঞ্চলে একটি ন্যায্য এবং স্থায়ী সমাধানের আহ্বান জানানো হয়। সেই সঙ্গে স্থায়ী শান্তির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইউএনএসসি (ইউনাইটেড ন্যাশন সিকিউরিটি কাউন্সিল) রেজোলিউশনের ভিত্তিতে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানের দিকে কাজ করতে পরামর্শ দেয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গাজায় মানবিক বিপর্যয় রোধ এবং অবিলম্বে মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টও দেয়া হয়।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat