যুক্তরাষ্ট্র পাশে না থাকলে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে : আমির খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক আত্মিক। দাবি করেন, দেশটি পাশে না থাকলে ধ্বংস হয়ে যাবে বাংলাদেশের অর্থনীতি।
শনিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপি নেতা আমান উল্লাহ আমানের মুক্তির দাবিতে ৯০-এর ছাত্রনেতাদের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির সাথে একাত্ম হয়েছে পুরো বিশ্ব। তার দাবি,সারা বিশ্বে সকল গণতান্ত্রিক দেশও বিশ্বাস করে শেখ হাসিনার অধীনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
খালেদা জিয়াকে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন আমির খসরু মাহমুদ চৌধরী। আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ নব্বই দশকের ছাত্র নেতারা।