শিখ নেতা হত্যা,ভারতের বিরুদ্ধে কানাডার অভিযোগ নিয়ে যা বলেছে বৃটেন, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র
শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যায় ভারত সরকারের যুক্ত থাকার যে ‘গুরুতর অভিযোগ’ কানাডা করেছে তা নিয়ে কানাডিয়ান অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে বৃটেন। এদিকে মঙ্গলবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের একজন মুখপাত্র বলেন, অস্ট্রেলিয়াও এই অভিযোগটি নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’।
ওং আরও বলেন, অস্ট্রেলিয়া এ ইস্যুতে চলমান তদন্তের বিষয়ে অবগত। আমরা বিষয়টি নিয়ে আমাদের অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছি। আমরা ভারতের ঊর্ধ্বতন পর্যায়ের কাছেও আমাদের উদ্বেগ জানিয়েছি।
বৃটিশ সরকারের এক মুখপাত্র বলেন, আমরা এই গুরুতর অভিযোগ সম্পর্কে আমাদের কানাডিয়ান অংশীদারদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। তবে তদন্ত চলাকালীন সময়ে এ নিয়ে আরও মন্তব্য করা অনুচিত হবে।
এদিকে সোমবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেন, আমরা কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর উল্লেখিত অভিযোগ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।