শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচন নয় : বাম গণতান্ত্রিক জোট
শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতারা। একই সঙ্গে তারা অবিলম্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তীব্র গণআন্দোলন গড়ে তুলতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমাবেশে তারা এ আহ্বান জানান।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে সভা পরিচালনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মিহির ঘোষ।
এ সমাবেশে আগামী ১৫-৩০ সেপ্টেম্বর পক্ষকালব্যাপী রাজধানীর বিভিন্ন থানায় ও সারা দেশের উপজেলাতে সমাবেশ, ৫ অক্টোবর ঢাকায় প্রেস ক্লাবের সামনে অবস্থান, ৮-১৫ অক্টোবর জেলায় ও বিভাগীয় শহরে পদযাত্রা ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাবেশে মাসুদ রানা বলেন, আওয়ামী লীগের এই শাসনে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে দেশের বৃহৎ ব্যবসায়ীরা। তাদের রক্ষার জন্য আওয়ামী লীগ যা যা করতে হয় সব করছে। ফলে আওয়ামী লীগের ওপর জনগণ প্রচণ্ড ক্ষুব্ধ। জনগণ পরিবর্তন চায়।
সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, কথার মালা সাজিয়ে, প্রচার মাধ্যমকে ব্যবহার করে, ভয়ভীতি দেখিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার দাবি থেকে জনগণের কণ্ঠ স্তব্ধ করা যাবে না।
বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, এই ফ্যাসিস্ট সরকার নিজেদের সব অন্যায়কে মুক্তিযুদ্ধের আবেগের চাদর দিয়ে ঢেকে রাখতে চায়। ফলে দুর্নীতি ও দুঃশাসন চালিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে শুধু ধ্বংস করেনি, তার বিপরীতে লুটপাটের চেতনা দ্বারা দেশ শাসন করছে।
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বলেন, সরকার লুটেরা দুর্বৃত্ত টাকা পাচারকারীদের হোতা। আমলা পুলিশী রাষ্ট্র বানিয়ে, বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরে রক্ষা পাওয়া যাবে না। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো ছাড়া বিকল্প নেই।
সমাবেশে আরও বক্তব্য দেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল ইসলাম সবুজ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।