ব্রিটিশ হাইকমিশনারের বাসায় বৈঠক করলেন বিএনপি নেতারা

0
untitled-1-copy-20230911194227
Array

বিএনপির কয়েকজন নেতা ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বাসভবনে বৈঠক করেছেন। বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কোনো পক্ষ। তবে বিএনপির এক নেতা জানান, চলমান রাজনৈতিক ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টা থেকে ঘণ্টাব্যাপী বারিধারায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সূত্র: আরটিভি

বাংলাদেশ সফররত ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন ছাড়াও ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেট উপস্থিত ছিলেন। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মোবাইলে কল করা হলে তিনি রিসিভ করেননি।

তবে চলমান রাজনৈতিক ইস্যুর দিকে ইঙ্গিত করে শামা ওবায়েদ বলেন, ব্রিটিশ একজন প্রতিনিধি ঢাকায় এসেছেন আমরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি।

এর আগে দুই দিনের সফরে সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকায় এসে পৌঁছান যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট (এফসিডিও) অফিসের পারমেন্যান্ট আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন। ঢাকায় সফরকালে যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি ফিলিপ দেশের রাজনীতিবিদ, সুশীল সমাজ, ব্যবসায়ী ও তরুণ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানানো হয়।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat