হঠাৎ সরব পিটার হাস-আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

0
download
Array

বাংলাদেশের নির্বাচন নিয়ে হঠাৎ সরব হয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। আজ (বুধবার) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকাস্থ মার্কিন দূতাবাস নির্বাচনকে কেন্দ্র করে পিটার হাসের একটি মন্তব্য প্রকাশ করেছে।

ইংরেজিতে প্রকাশিত উক্ত বক্তব্যটির বাংলা অনুবাদ করলে দাঁড়ায়ঃ যুক্তরাষ্ট্র কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষ নেয় না। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অবাধ এবং সুষ্ঠু নির্বাচনকে আমরা সমর্থন করি।

মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে রাষ্ট্রদূত হাসের ছবি সম্বলিত লিখিত বক্তব্যটি প্রচারের কিছু সময়ের মধ্যেই তা ভাইরাল হয়ে পড়ে। ঘণ্টাখানেকের মধ্যে প্রায় দেড় হাজার নেটিজেন এটি ‘ভিউ’ করেছেন।

বাংলাদেশের নির্বাচন নিয়ে হঠাৎ পিটার হাসের এমন বক্তব্য প্রচারকে ঘিরে জনমনে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে। বিশেষ করে দিনটি যখন ‘গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস’ এবং একই দিনে রাষ্ট্রদূত হাস দূতাবাসের মানবাধিকার কর্মকর্তাকে নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে গিয়ে সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী (সকাল ১১টা থেকে সাড়ে ১২টা) বৈঠক করেছেন।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat