চিরনিদ্রায় শায়িত আব্দুল কাদের
চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা আব্দুল কাদের। আজ বাদ মাগরিব তার দ্বিতীয় জানাযার নামাজ শেষে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এর আগে শ্রদ্ধা জানানোর জন্য বিকেলে শিল্পকলা একাডেমিতে নেয়া হয় এ অভিনেতার মরদেহ। সেখানে তাকে শ্রদ্ধা জানান সহকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। আব্দুল কাদের ক্যান্সারে আক্রান্ত ছিলেন অনেকদিন ধরে। ক্যান্সার জটিল আকারে ছাড়িয়ে পড়েছিল সারা শরীরে। অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে গেল ৮ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের সিএমসি হাসপাতালে নেয়া হয়। তবে তার রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ায় কেমোথেরাপি দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন ভারতের চিকিৎসকরা। পরে তাকে দেশে ফিরিয়ে এনে রাজধানীরএভার কেয়ার হাসপালে ভর্তি করা হয়। সেখানে চলছিল তার চিকিৎসা।
অবশেষে সকাল ৮টা ২০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল কাদের।