এবার আপনিও ঘুরে দেখতে পারবেন ডুবে থাকা টাইটানিক
আপনার পরনে ডুবুরির পোশাক আর আপনি অতলান্তিকের নীল জলে ডুব দিয়ে পৌঁছে যেতে পারেন সেই জ্যাক আর রোজের অসমাপ্ত প্রেমের পটভূমিতে।
বিশ্বের অগণিত অ্যাডভেঞ্চারপ্রেমী আর রোমান্টিকদের বহুকালের স্বপ্ন সফল হতে চলেছে শিগগিরই। ইতিহাসের সবথেকে বিখ্যাত জাহাজটিকে ঘুরে দেখার সুযোগ এবার হাতের মুঠোয়। কেবল পকেটে থাকতে হবে যথেষ্ট অর্থ। তা হলেই হলো।
লাক্সারি ট্রাভেল কোম্পানি ব্লু মার্বেল প্রাইভেট আয়োজন করেছে তাদের টাইটানিক ট্যুরের। ২০১৮-এর মে মাসে এই সংস্থা তাদের নিজস্ব জাহাজে ভ্রমণকারীদের নিয়ে যাবে টাইটানিকের ডুবে যাওয়ার স্থানটিতে। সেখানে তিনদিনের বিশেষ ডাইভিংয়ের বন্দোবস্ত থাকবে। প্রতিদিন তিন ঘণ্টা করে ডুব দিয়ে ঘুরে দেখায় সুষোগ দেয়া হবে শতাব্দীপ্রাচীন সেই জাহাজের ধ্বংসাবশেষকে।
ব্লু মার্বেলের কর্ণধার এলিজাবেথ এলিস সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সাগরের তলদেশে বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে থাকা এই জাহাজের ধ্বংসাবশেষকে একেবারে কাছ থেকে দেখা যাবে তাদের এই প্রোজেক্টে। এই টাইটানিক সফরের অফিশিয়াল নাম ‘এক্সপ্লোর টাইটানিক’। শতবর্ষের অস্পৃষ্ট এই কিংবদন্তিকে এতটা কাছ থেকে দেখার সৌভাগ্য এর আগে সাধারণ মানুষের হয়নি। এই সফরের খরচ ধার্য হয়েছে জনপ্রতি ১০৫,১২৯ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৬৯ লাখ রুপি। প্রথম যাত্রার সব টিকিটই বুকড। আগ্রহীরা অপেক্ষা করছেন ২০১৯-এর ভয়েজের জন্য।