আজকের নারী ও আমাদের মাননীয়া প্রধানমন্ত্রী

0
Array

গাহি সাম্যের গান পৃথিবীতে যা কিছু সুন্দর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এ কবিতাংশটির সত্যতা আজকের নারীরা। আজ আর তারা পিছিয়ে নেই। একদিন যারা ঘরে বসে সেলাই করত গৃহকর্ম করত আজ আর তারা পিছিয়ে নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারই প্রমাণ করেছেন। জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আর বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠা করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন/বাস্তবায়ন করেছেন। যার ফলশ্রুতি স্বরুপ আজকে বাঙালী নারী চ্যালেঞ্জিং চাকুরী ক্ষেত্রে ভূমিকা পালন করছে। এমনকি জাতীয় সংসদে ৫০% আসন নারীদের জন্য সংরক্ষিতআছে। বাংলাদেশে এমন কোন সেক্টর নেই যেখানে নারী অবদান রাখছেনা। আজ এ বাঙালী নারীরা দেশের বিভিন্ন পর্যায়ে অধিষ্ঠিত থেকে পুরুষের পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং উন্নত বিশে^র সাথে তাল মিলিয়ে কৃতিত্তের স্বাক্ষর রাখছে।

মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে বাংলাদেশের নারী শিক্ষক সমাজ “মান সম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে” একসাথে কাজ করছে। তাই আমাদের স্লোগান মানসম্মত শিক্ষা জাতির প্রতিজ্ঞা।

জাগো নারী

হে সাহসী নারী তুমি এগিয়ে চল দুর্বার গতিতে। যেন কোন প্রতিবন্ধকতাই তোমার গতিকে রুদ্ধ করতে না পারে। কখনও যেন তোমাকে নির্যাতনের স্বীকার হতে না হয়। তুমি জাতির অহংকার। তুমি বীরাঙ্গনা বেশে ভেঙ্গে দাও ঐ হায়নার দলের কাল হাতের ছোবল। অন্ধকারের গ্লানি মুছে আলোকিত হয়ে নিজেকে আত্ম প্রকাশ কর। জেগে ওঠ- তোমার সুপ্ত প্রতিভাকে জাগ্রত কর। বিনাশ কর অপশক্তিতে। সাহসী করে তোল নারী জাতিকে।

হে মমতাময়ী মাতা হয়ে তোমার জাতির কল্যানের জন্য তোমার ভবিষ্যৎ সন্তান কে সুনাগরিক, সৎ, ন্যায় পরায়ন করে গড়ে তোলা যেন জাতির পিতার স্বপ্ন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাংলাদেশকে সোনার বাংলায় উন্নীত করে বিশে^র বুকে সূর্যের মত আলো দিতে সক্ষম করে তোলা।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat