নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়ায় ভরা চারদিক

0
super market
Array

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এলেও চারিদিক ধোঁয়ায় ভরে গেছে; এখনো ওপরের দিকে উঠছে ধোঁয়া।

বর্তমানে বাইরে থেকে আগুন দেখা না গেলেও ধোঁয়ায় ঢেকে গেছে পুরো মার্কেটসহ আশপাশের অন্যান্য বিপণি বিতান ও এলাকা।মার্কেটটিতে বহু পোশাকের দোকান রয়েছে। নিচ তলা ও দ্বিতীয় তলার দোকানিরা তাদের মালামাল সরিয়ে নিচ্ছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, মিডিয়া) শাহজাহান সিকদার জানান, রাজধানীর নিউ মার্কেট-সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে। তবে এখনো আগুন লাগার কারণ জানা যায়নি।

তিনি আরো জানান, ওই মার্কেটের একটি ভবনের তিনতলায় আগুন লেগেছে। আগুনের কারণে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। ব্যবসায়ীরা তাদের মালামাল বের করার চেষ্টা করছেন।

এদিকে, ভবনের ভেতরেও এখন প্রচন্ড তাপ আর ধোঁয়া বলে জানিয়েছেন অগ্নি নির্বাপন কর্মীরা। এছাড়া দোকানের ওয়ালে প্রচুর হিট। দোকানগুলোতে সাটার দেওয়া থাকায় ধোঁয়া এবং তাপ বাড়ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, আমাদের মনযোগ আগুন নিয়ন্ত্রণের দিকে, জানমালের ক্ষতি যাতে না হয় সেদিকে। এক্ষেত্রে কাজ করতে গিয়ে ফায়ার ফাইটাররা আহত হয়েছেন।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউমার্কেটে আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৯ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় বিজিবি, বিমান-নৌ-সেনা বাহিনী। আইন-শৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিকসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে র‌্যাব ও পুলিশ সদস্যরা।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat