রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘের

Antonio_Guterres_83eGNon
Array

মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে এ আশ্বাস দেন তিনি।

জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের কথা স্মরণ করে গুতেরেস বলেন, তারা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা করেন তিনি।

জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০তম বার্ষিকীর এক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন গুতেরেস। জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করতে গুলশানে জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনে যান তিনি।

বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিমের সাথে অনুষ্ঠিত এক বৈঠকের শেষে তিনি ভবন পরিদর্শন করেন। গুতেরেস এবং শিল্প, গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান যৌথভাবে গুলশানে ‘ইউএন হাউস ইন বাংলাদেশ’ উদ্বোধন করেন।

এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস।

ঢাকায় ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব

‘ইউএন হাউস’ (জাতিসংঘ ভবন) উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে রাজধানীর গুলশানের এ নতুন ভবনের উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

উদ্বোধন শেষে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন তিনি। বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত বিভিন্ন আলোকচিত্র ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব। এ সময় উপস্থিত শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এ ভবন উদ্বোধন ছাড়াও ঢাকাস্থ জাতিসংঘ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মত বিনিময় করেন।

জাতিসংঘ মহাসচিব সফরের তৃতীয়দিন আজ ঢাকায় ব্যস্ততম দিন কাটাচ্ছেন। দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে গোলটেবিলসহ সারাদিন বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।

এছাড়া বিকেলে জাতিসংঘ মহাসচিব ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। ইন্টার কন্টিনেন্টালে প্রধান উপদেষ্টার সৌজন্যে আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন জাতিসংঘের মহাসচিব।

 

About Author

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat